ত্রিপুরার ঊনকোটি জেলার ভগবান নগরে জেলা হাসপাতালের ঠিক পিছনে চালু রয়েছে একটি অবৈধ বিটুমিনাস প্ল্যান্ট। যার বিষাক্ত ধোঁয়ায় প্রতিদিন হুমকির মুখে পড়ছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও তাঁদের শিশুরা। আশঙ্কা করা হচ্ছে, দীর্ঘমেয়াদে এই ধোঁয়া ক্যানসারসহ নানা শ্বাসকষ্টজনিত রোগ ডেকে আনতে পারে। অভিযোগ, শাসকদল ঘনিষ্ঠ আব্দুল মান্নানের মালিকানাধীন এই প্ল্যান্টের বিরুদ্ধে কেউ সাহস পাচ্ছেন না ব্যবস্থা নিতে।হাসপাতালের মেডিকেল সুপার ডাঃ রোহন পাল বলেন, “এই বিষাক্ত ধোঁয়ায় আমাদের শিশুরা মারাত্মক বিপদের মুখে। জানালা-দরজা বন্ধ করেও রেহাই নেই। স্বাস্থ্যকর্মীরা আতঙ্কে রয়েছেন।”একজন নার্সের কণ্ঠে শোনা যায় অসহায়তার সুর, “বিকেলে শিশুদের হাসপাতাল চত্বরে খেলতেও দিতে পারছি না। আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। আমরা কোথায় নিরাপদ?”স্থানীয়রা বলছেন, সরকারি নির্দেশ অমান্য করে এই ধরনের দূষণ চালু থাকা মানে আইন উপেক্ষা করা। হাসপাতাল সংলগ্ন এলাকায় এমন এক বিপজ্জনক শিল্প ইউনিট কার্যক্রম চালালে সাধারণ রোগী ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা কোথায়?এই ঘটনাকে কেন্দ্র করে জেলা স্বাস্থ্য মহলে চাপা ক্ষোভ ছড়িয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর এমন চরম অবহেলা নিয়ে এখন জোরালো পদক্ষেপের দাবি উঠছে সর্বত্র।