“অনুষ্কাকে দোষারোপ? বিরাট দেখালেন, আসল শক্তি কোথায়!”

ভারতজুড়ে উচ্ছ্বাস! চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত জয়ী হয়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার, ৪ মার্চ। এই জয়ের নায়ক ছিলেন বিরাট কোহলি, যিনি ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। শুধু তাই নয়, তিনি শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ওডিআই অর্ধশতকের রেকর্ডও ভেঙে ফেলেছেন।

তবে এই সাফল্যের আগে ট্রোলের ঝড় বয়ে গিয়েছিল অনুষ্কা শর্মার ওপর। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে বিরাট মাত্র ১১ রানে আউট হলে, অনুষ্কাকে দোষারোপ করেন অনেকে। এমনকি ১০ বছর আগেও, ভারত যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল হারে, তখনও অনুষ্কার উপস্থিতি নিয়ে কটাক্ষ করা হয়েছিল।

কিন্তু এবার যেন ভাগ্য বদলে গেল। অনুষ্কা ছিলেন গ্যালারিতে, আর বিরাট খেললেন জীবনের অন্যতম সেরা ইনিংস। নেটিজেনরা এখন সেই পুরনো ট্রোলের জন্য অনুশোচনা করছেন। এক ব্যবহারকারী লেখেন, “১০ বছর আগের সেমিফাইনালে বিরাট রান পাননি, মানুষ অনুষ্কাকে দোষ দিল। আর এবার, ১০ বছর পর, তিনিই অনুষ্কার সামনেই দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে ম্যাচ জিতিয়েছেন!”

অনুষ্কার ভক্তরা ট্রোলারদের একহাত নিচ্ছেন, বলছেন, “জয় হলে ক্রেডিট নেই, হারলে অনুষ্কার দোষ!” কেউ কেউ বলছেন, “অনুষ্কা বরাবরই বিরাটের শক্তি, সেটা আজ আবার প্রমাণিত!”

জীবনের চক্র যেন ঘুরেই এল! এবারও অনুষ্কা গ্যালারিতে, কিন্তু এবার বিরাট ইতিহাস গড়লেন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *