আগামী সপ্তাহেই ভারতের প্রতিরক্ষা বাহিনীর হাতে আসতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র নির্মিত আরও একটি ব্যাচের AH-64E Apache অ্যাটাক হেলিকপ্টার। এই অত্যাধুনিক যুদ্ধ হেলিকপ্টার ভারতীয় বিমান বাহিনীর ক্ষমতা বহুগুণে বাড়িয়ে তুলবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।ভারত ইতিমধ্যেই ২২টি Apache হেলিকপ্টার যুক্ত করেছে তার বিমান বাহিনীতে। এবার নতুন করে আরও ৬টি Apache হেলিকপ্টার পেতে চলেছে ভারত, যা প্রধানত সেনাবাহিনীর ব্যবহারিক প্রয়োজনে প্রস্তুত করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, এই হেলিকপ্টারগুলি আগামী সপ্তাহেই ভারতে এসে পৌঁছাবে এবং শীঘ্রই লাইন-অফ-কন্ট্রোল ও সীমান্তবর্তী ঘাঁটিতে মোতায়েন করা হবে।Apache AH-64E হল বিশ্বের অন্যতম উন্নত ও বিধ্বংসী অ্যাটাক হেলিকপ্টার। এটি রাত কিংবা খারাপ আবহাওয়াতেও অভিযান চালাতে সক্ষম। হেলফায়ার মিসাইল, ৭০ মিমি রকেট এবং ৩০ মিমি চেইন গান-সহ এতে রয়েছে আধুনিক সেন্সর, রাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। এই হেলিকপ্টার শত্রুর ট্যাঙ্ক, গাড়ি, বাঙ্কার এমনকি লুকিয়ে থাকা লক্ষ্যবস্তুকেও নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম।বিশেষজ্ঞদের মতে, ভারত-চীন ও ভারত-পাকিস্তান সীমান্তে যে নিরাপত্তা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে Apache হেলিকপ্টার একটি ‘গেম চেঞ্জার’ ভূমিকা পালন করবে।পাকিস্তান এবং চীন— দুই প্রতিবেশীই ভারতের এই প্রতিরক্ষা উন্নয়নে কপালে ভাঁজ ফেলেছে। তবে ভারত স্পষ্ট করেছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।এই নতুন সংযোজন ভারতের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির আরেকটি মাইলফলক, যা বিশ্বমঞ্চে ভারতের কৌশলগত শক্তি আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে।
আকাশপথে শক্তি বাড়াচ্ছে ভারত, আসছে Apache হেলিকপ্টার
