আলোর উৎসবে প্রকৃতির সুরক্ষা—মাটির প্রদীপে সবুজ বার্তা

দীপাবলির আলোয় শুধুই উৎসব নয়, এবার প্রকৃতির প্রতিও বার্তা। বহ্নিজ্যোতির উদ্যোগে ও ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহায়তায় আয়োজিত হয় এক অনন্য কর্মসূচি—মাটির প্রদীপ বিতরণ। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং দীপাবলির মতো আনন্দোৎসবে দূষণমুক্ত উদযাপনের আহ্বান জানানো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তিনি বহ্নিজ্যোতির এই মহৎ উদ্যোগের প্রশংসা করে বলেন, “উৎসবের আনন্দের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ আজকের সময়ের দাবি।” তিনি সকল নাগরিককে আহ্বান জানান, যেন তারা আলোর উৎসবকে প্রকৃত অর্থে আলোকিত করে তুলতে পরিবেশবান্ধব মাটির প্রদীপ ব্যবহার করেন এবং প্লাস্টিকসহ ক্ষতিকারক উপাদান পরিহার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *