“এক পৃথিবী, এক স্বাস্থ্য – যোগই হোক জীবনের পথ”

উইমেন্স কলেজে আন্তর্জাতিক যোগা দিবস উদযাপনযথাযোগ্য মর্যাদা ও উৎসাহের মধ্য দিয়ে ২১শে জুন ২০২৫, শনিবার, রাজধানীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান উইমেন্স কলেজে পালিত হলো ১১তম আন্তর্জাতিক যোগা দিবস। এবছরের মূল প্রতিপাদ্য ছিল – “One Earth, One Health – Yoga for Harmony and Well-being”, যার মর্মবাণী তুলে ধরা হয় প্রতিটি পর্বে।অনুষ্ঠানের সূচনা হয় অধ্যাপক অরুন মুখার্জির সুরেলা সংগীত পরিবেশনের মধ্য দিয়ে, যা অনুষ্ঠানে এক ভিন্নমাত্রা যোগ করে। সভানেত্রীর আসন অলংকৃত করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষা অধ্যাপিকা শর্বরী নাথ। তিনি তাঁর বক্তব্যে যোগার প্রাচীন ঐতিহ্য, মানসিক শান্তি এবং আধুনিক জীবনে এর গুরুত্বের উপর আলোকপাত করেন।শারীর শিক্ষা বিভাগের সম্মানীয় শিক্ষক ড. পিন্টু দেব নাথ স্বাগত ভাষণে বলেন, “শুধু শারীরিক নয়, যোগা মানসিক ও আত্মিক ভারসাম্যের এক অনন্য পথ।” এনএসএস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য বক্তব্যে তুলে ধরেন প্রাচীন ভারতীয় যোগশাস্ত্র কীভাবে আজকের তরুণ প্রজন্মের সুস্থ জীবনের অনুপ্রেরণা হতে পারে।অনুষ্ঠানটির সুচারু পরিচালনার দায়িত্বে ছিলেন শারীর শিক্ষা বিভাগের প্রধান অধ্যাপক জয়দিপ তলাপাত্র, যিনি পুরো আয়োজনকে একটি সুন্দর ও গঠনমূলক অভিজ্ঞতায় পরিণত করেন।এদিন এনএসএস স্বেচ্ছাসেবীরা শুধু যোগাভ্যাসেই নয়, পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করে। এতে শিক্ষার্থীদের মধ্যে একযোগে স্বাস্থ্য, পরিবেশ ও সচেতনতার চেতনা জাগ্রত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *