বৃহস্পতিবার (৩ জুলাই, ২০২৫) যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বনমহোৎসব। উইমেন্স কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে এই বিশেষ দিনটি পালিত হয় দক্ষিণ ত্রিপুরার যোগেন্দ্রনগর এলাকার আম্বেদকর পল্লীতে। কর্মসূচির মূল লক্ষ্য ছিল পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও গাছ রোপণের গুরুত্ব তুলে ধরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুকান্ত সরকার, প্রাক্তন প্রোগ্রাম অফিসার মৃণাল চক্রবর্তী, এলাকাবাসী, অভিভাবকগণ এবং বিপুল সংখ্যক শিশু-কিশোর। এনএসএস-এর স্বেচ্ছাসেবীরা এদিন নানা প্রজাতির গাছ রোপণ করেন। সবুজ পরিবেশ গঠনে এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে আশার আলো জাগিয়েছে।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এনএসএস স্বেচ্ছাসেবী সাগরিকা দেববর্মা বলেন, “প্রতিটি মানবের জীবনে গাছ এক অভিভাবকের মতো। গাছ ছাড়া জীবন কল্পনাই করা যায় না। এটি শুধু অক্সিজেনই দেয় না, পরিবেশের ভারসাম্যও রক্ষা করে।”এই মহতী উদ্যোগের জন্য এনএসএস ইউনিটকে ধন্যবাদ ও অভিনন্দন জানান স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, “আজকের প্রজন্ম যদি এমনভাবে পরিবেশ রক্ষায় এগিয়ে আসে, তবে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া সম্ভব।”অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন উইমেন্স কলেজের এনএসএস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য। পুরো কর্মসূচিতে পরিবেশবান্ধব বার্তা ছড়িয়ে পড়ে সমাজের নানা স্তরে।সব মিলিয়ে এই বনমহোৎসব শুধুই একটি অনুষ্ঠান ছিল না—এটি ছিল প্রকৃতিকে ভালোবাসার এক আন্তরিক আহ্বান।
গাছ লাগাও, প্রাণ বাঁচাও — এনএসএস-এর সবুজে ভরপুর অনন্য প্রয়াস
