আজ, ১২ জুন ২০২৫ দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদের সারদার বলভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভয়াবহ বিমান দুর্ঘটনায় কেঁপে উঠলো গোটা শহর। এয়ার ইন্ডিয়ার AI‑171 ফ্লাইটটি, যা বোয়িং ৭৮৭‑৮ ড্রিমলাইনার ছিল, রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় শহরের মেঘানিনগর এলাকায় একটি বহুতল ভবনের ওপর।বিমানটিতে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার ফলে অন্তত ২০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় ৪১ জন। বহু যাত্রী এখনো নিখোঁজ। দুর্ঘটনায় মাটি কেঁপে ওঠে এবং কাছাকাছি একটি মেডিকেল হোস্টেল ভবনও ভেঙে পড়ে, যাতে ৫ জন মেডিকেল ছাত্র প্রাণ হারান।স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস, সেনা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চালাচ্ছেন। ধ্বংসস্তূপ থেকে এখনো মরদেহ ও আহতদের বের করে আনা হচ্ছে। গোটা এলাকা কড়া নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে।এয়ার ইন্ডিয়ার ঘোষণা:এক প্রেস বিজ্ঞপ্তিতে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে—”আমরা গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের ফ্লাইট AI‑171 আজ আহমেদাবাদে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে এবং আমরা পূর্ণ সহযোগিতা করছি। যাত্রীদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে ও সবধরনের সহায়তা দেওয়া হচ্ছে।”এই মুহূর্তে আহমেদাবাদ বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক তদন্তকারী সংস্থা তদন্তে নেমেছে। উদ্ধার কাজ চলছে। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে কেন্দ্রীয় সরকার।
ড্রিমলাইনারের দুঃস্বপ্ন — ভেঙে পড়ল জীবন
