নিজ হাতে হেলিকপ্টার বানিয়ে তাক লাগালেন দীপ্তনু বর্মন!

নিজ হাতে হেলিকপ্টার বানিয়ে তাক লাগালেন দীপ্তনু বর্মন!

ইচ্ছা আর মনোবল থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়, তারই বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন মেলাঘরের ২৫ বছরের যুবক দীপ্তনু বর্মন। ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন থাকলেও আর্থিক অসচ্ছলতার কারণে তা সম্ভব হয়নি। তাই বাবার সঙ্গে দিনমজুরের কাজ করলেও নিজের স্বপ্নকে ছাড়েননি তিনি। কয়েক মাস আগে তার মাথায় আসে নিজ হাতে হেলিকপ্টার বানানোর ভাবনা।

পরিশ্রম ও আত্মপ্রত্যয়ের গল্প

দীপ্তনু নিজের উপার্জিত টাকা দিয়ে হেলিকপ্টার তৈরির সরঞ্জাম কিনতে শুরু করেন। নিজে হাতে ইঞ্জিন, পাখা ও অন্যান্য প্রযুক্তিগত যন্ত্রাংশ সংযোজন করেন। দীর্ঘ পরিশ্রমের পর প্রায় সকল টেকনিক্যাল কাজ সম্পন্ন হয়েছে। এখন শুধু কয়েকটি অংশের কাজ বাকি রয়েছে।

তবে অর্থের অভাবে কাজ আটকে আছে। দীপ্তনু জানিয়েছেন, যদি সরকারি সহায়তা পান, তাহলে দ্রুত হেলিকপ্টারটির ট্রায়াল রান দিতে পারবেন। তার এই ব্যতিক্রমী প্রচেষ্টা ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে।

স্থানীয়দের কৌতূহল ও উচ্ছ্বাস

এই খবর ছড়িয়ে পড়তেই প্রতিদিন শত শত মানুষ তার বাড়িতে ভিড় করছেন হেলিকপ্টারটি দেখতে। এলাকাবাসীরা মনে করছেন, ত্রিপুরায় এই প্রথম কেউ নিজের হাতে হেলিকপ্টার তৈরি করছেন। দীপ্তনুর আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের প্রশংসা করছেন সবাই।

এখন সবার অপেক্ষা, কবে দীপ্তনুর হেলিকপ্টার আকাশে উড়বে। সরকারি সহায়তা পেলে হয়তো খুব শীঘ্রই তার স্বপ্ন বাস্তবে পরিণত হবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *