পহেলগাম হামলার পর বিশ্বব্যাপী সন্ত্রাসবাদবিরোধী মনোভাবের মুখে পাকিস্তান আরও একবার চাপে পড়েছে। আন্তর্জাতিক মহলে একঘরে হয়ে পড়ার আশঙ্কায়, ইসলামাবাদ এখন বেইজিংয়ের দ্বারস্থ হয়েছে। চীনের সহায়তা নিয়ে পাকিস্তান ভারতবিরোধী প্রচারে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে কূটনৈতিক সূত্রের খবর।
সম্প্রতি পহেলগামে সংঘটিত জঙ্গি হামলায় ভারতীয় নাগরিকদের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনায় ভারত কড়া ভাষায় পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের দায়ী করে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের আসল চেহারা উন্মোচন করে। এর জেরে পাকিস্তানকে আবারও সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার দাবি জোরালো হয়েছে।
চীন বরাবরের মতো পাকিস্তানের “অল ওয়েদার অ্যালাই” হয়ে পাশে থাকার আশ্বাস দিলেও, আন্তর্জাতিক স্তরে ভারতের প্রভাব এবং নীতিগত অবস্থান আরও শক্তিশালী হয়েছে। আমেরিকা, ফ্রান্স, অস্ট্রেলিয়া-সহ একাধিক দেশ এই হামলার নিন্দা করে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের এই মরিয়া প্রচেষ্টা প্রমাণ করে যে তারা আন্তর্জাতিক স্তরে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ভারত ইতিমধ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অনড় থেকে সারা বিশ্বে সম্মান অর্জন করেছে। ফলে পাকিস্তানের ভারতবিরোধী প্রচার কৌশল খুব একটা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে।