বিশ্বাস ও ভবিষ্যতের উপর চোরের আঘাত

বিশালগড়ে চুরি কাণ্ড ঘিরে ব্যাপক চাঞ্চল্য! টার্গেট এবার স্বয়ং দেবী কালী ঠাকুরের মন্দির ও পিএম শ্রী বাইদ্যাদীঘি এইচএস স্কুল। ধার্মিক ও শিক্ষাঙ্গনের পবিত্র স্থানেও হানা চোরের!ঘটনাটি ঘটে বিশালগড় থানাধীন বাইদ্যাদীঘি শক্তি মাতা সংঘ কালীমন্দিরে। গভীর রাতে মন্দিরের দরজা ভেঙে ঢুকে চোরেরা প্রণামী বাক্স ভেঙে সমস্ত অর্থ হাতিয়ে নেয়। বহু বছর ধরে এই মন্দির এলাকাবাসীর ভক্তি ও বিশ্বাসের প্রতীক। সেখানে এমন চুরি ঘটনায় সর্বস্তরের মানুষ ক্ষুব্ধ ও আতঙ্কিত। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।এদিকে, একই রাতে পাশের পিএম শ্রী বাইদ্যাদীঘি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মিড ডে মিল ঘরেও ঘটে দুঃসাহসিক চুরি। শিক্ষক-শিক্ষিকারা সকালে এসে তালা ভাঙা অবস্থায় ঘর দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, কিছুদিন আগেই এই বিদ্যালয় থেকে প্রায় ৪০টি ট্যাব চুরি হয়েছিল। ঘটনার পুনরাবৃত্তিতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ প্রবল।বিজেপি মন্ডল সভাপতি নারায়ণ দেবনাথ জানান, এলাকার কিছু যুবক ব্রাউন সুগার সহ বিভিন্ন নেশার জালে জড়িয়ে পড়ছে। সেই নেশার খরচ মেটাতে তারা চুরির পথে হাঁটছে। বুধবার সকাল ১০টা নাগাদ তিনি সংবাদমাধ্যমে বিষয়টি জানান।চুরি রোধে দ্রুত পদক্ষেপ ও পুলিশি টহল বাড়ানোর দাবি উঠেছে। একাধিকবার চুরি হওয়া সত্ত্বেও অপরাধীরা ধরা না পড়ায় আইনশৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *