মধ্যরাতে বিশালগড় থেকে চুরাইবাড়ি থানার অভিযানে গাঁজা কারবারি গ্রেফতার

রাতের নিস্তব্ধতা ভেঙে উত্তরের পুলিশ অভিযানে নামল। চুরাইবাড়ি থানার পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে বিশালগড় থেকে এক কুখ্যাত গাঁজা কারবারিকে গ্রেফতার করে। এই মধ্যরাতের চমকপ্রদ অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।জানা গেছে, ধৃত গাঁজা কারবারির বিরুদ্ধে আগেও একাধিক মাদকের মামলার অভিযোগ রয়েছে। বেশ কিছুদিন ধরেই সে বিশালগড় এলাকায় আত্মগোপন করে ছিল। পুলিশের বিশেষ তদন্তকারী দল নজরদারি চালিয়ে শেষমেশ বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টা নাগাদ তাকে হেফাজতে নেয়।চুরাইবাড়ি থানার ওসি জানান, “ধৃত ব্যক্তি চক্রবদ্ধভাবে গাঁজা পাচার চক্রের সঙ্গে যুক্ত। তাকে জেরা করে বৃহত্তর মাদকচক্রের হদিস পাওয়ার চেষ্টা চলছে।” পুলিশের এই হঠাৎ অভিযান দেখে অনেকেই হতবাক হয়ে পড়েন। তবে স্থানীয়রা পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযানে প্রায় ৫ কেজি গাঁজাও উদ্ধার করা হয়েছে। ধৃত ব্যক্তিকে আদালতে তোলা হবে এবং রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।রাজ্যে মাদকবিরোধী অভিযানে পুলিশের এইরকম আন্তঃথানা সমন্বয়ের ঘটনা বিরল নয়, তবে এত দূরের এলাকা থেকে মধ্যরাতে অপরাধী ধরে আনার ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *