সালমানের ‘সিকান্দার’: অ্যাকশনের মঞ্চে রাজত্বের প্রত্যাবর্তন

বলিউডের ভাইজান সালমান খান আবারও অ্যাকশনের মঞ্চে রাজত্ব করতে আসছেন তার পরবর্তী সিনেমা ‘সিকান্দার’, যা ২০২৫ সালের ঈদে মুক্তি পেতে চলেছে। এই ছবিটি পরিচালনা করছেন দক্ষিনী সুপারহিট নির্মাতা এ আর মুরুগাদোস, আর প্রযোজনার দায়িত্বে আছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ছবিতে সালমানের বিপরীতে থাকছেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বলিউড অভিনেত্রী কাজল আগরওয়াল, যা দর্শকদের জন্য দারুণ এক চমক হতে চলেছে। তবে সিনেমাটি আলোচনার শীর্ষে উঠেছে মূলত এর পোস্টার বিতর্কের কারণে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত পোস্টারটি ২০২০ সালে মুক্তি পাওয়া ‘মিসেস সিরিয়াল কিলার’ ছবির পোস্টারের সঙ্গে বেশ সাদৃশ্যপূর্ণ বলে অনেকে দাবি করেছেন। নেটিজেনরা একে মৌলিকত্বহীন বলে আখ্যা দিলেও, সালমানের ভক্তরা তাতে বিশেষ আমল না দিয়ে ছবির মুক্তির অপেক্ষায় দিন গুনছেন।এই সিনেমা সম্পর্কে বিস্তারিত কাহিনি প্রকাশ না হলেও, জানা গেছে এটি একটি মারকাটারি অ্যাকশনধর্মী ছবি হতে চলেছে, যেখানে সালমান খানকে এক ভিন্নরূপে দেখা যাবে। দীর্ঘদিন ধরে তার ভক্তরা অপেক্ষায় ছিলেন এমন একটি স্টাইলিশ ও মারকুটে চরিত্রের জন্য। বিশেষ করে, তার আগের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ দর্শকদের প্রত্যাশা পূরণে পুরোপুরি সক্ষম হয়নি, তাই ‘সিকান্দার’ নিয়ে প্রত্যাশার পারদ চরমে উঠেছে। যদিও সালমানের সিনেমা প্রায়ই বিতর্কের মুখে পড়ে, তবুও তার বিশাল ভক্তবাহিনী ছবিকে ব্লকবাস্টার বানাতে সদা প্রস্তুত। এর আগে ‘ইয়েনতম্মা’ গানের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি, যেখানে দক্ষিণী সংস্কৃতিকে বিকৃতভাবে উপস্থাপন করার অভিযোগ উঠেছিল। তবে এসব বিতর্ক কখনোই সালমানের ক্যারিয়ারে বড় ধাক্কা দিতে পারেনি।এত কিছুর পরও, সালমান খানের ছবি মানেই হল মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন, সবখানেই দর্শকের ঢল। ‘সিকান্দার’ সেই ঐতিহ্যকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে কি না, তা জানা যাবে মুক্তির পর। তবে এখনই বলা যায়, ঈদ ২০২৫-এ বলিউডে নতুন ঝড় তুলতে প্রস্তুত সালমান খান!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *