গুয়াহাটি: ফের প্রেমের জেরে বলি এক নিষ্পাপ প্রাণ! গুয়াহাটির এক প্রান্ত থেকে উদ্ধার হল ১০ বছরের এক শিশুর মৃতদেহ, তাও সুটকেসে ভরা অবস্থায়। পুলিশ জানিয়েছে, শিশুটিকে খুন করেছে তারই মায়ের প্রেমিক।সূত্র অনুযায়ী, মৃত শিশুটির মা দীর্ঘদিন ধরেই এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু শিশুটি মায়ের এই সম্পর্ক মেনে নিতে পারছিল না। সে প্রায়শই তাদের মধ্যে ঝগড়া করত। এই কারণেই, অভিযুক্ত প্রেমিক ঠিক করে খুদেটিকে সরিয়ে দিতে হবে।গুয়াহাটির শহরতলির এক ঝোপের মধ্যে পড়ে থাকা একটি সুটকেস ঘিরে সন্দেহ হয় স্থানীয়দের। পুলিশ এসে খুলতেই চমকে ওঠে সকলে—সেখানেই পাওয়া যায় শিশুর দেহ।খুনের ঘটনাটি সামনে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। প্রতিবেশীরা জানিয়েছেন, ছেলেটি শান্ত স্বভাবের ছিল, খুব ভালো ছাত্রও। মায়ের আচরণ নিয়ে আগেও প্রশ্ন তুলেছিলেন অনেকে।পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করেছে। শিশুটির মাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।এই নির্মম ঘটনায় প্রশ্ন উঠছে, প্রেমে অন্ধ হয়ে কিভাবে একজন মা নিজ সন্তানকে বিপদের মুখে ঠেলে দিতে পারে? সামাজিক ও পারিবারিক অবক্ষয়ের এই ভয়ঙ্কর চিত্র আরও একবার সামনে এনে দিল গুয়াহাটির এই ঘটনা।
সুটকেসে শিশুর দেহ, প্রেমে অন্ধ মা
