“সেবা ও সচেতনায় এনএসএস পথপ্রদর্শক!”

আনন্দনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এনএসএস ইউনিট, দুখলী, পশ্চিম ত্রিপুরা আজ ০৬/০৫/২০২৫ তারিখ থেকে তাদের বার্ষিক বিশেষ কর্মসূচি শুভ সূচনা করল। এই অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক রক্তদান উৎসবের আয়োজন করা হয়।

ত্রিপুরা বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ শ্রী রাম প্রসাদ পল বিশেষ শিবিরের শুভ উদ্বোধন করেন এনএসএস পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্যের এনএসএস অফিসার শ্রী প্রভাল কান্তি দেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পশ্চিম আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের মাননীয়া প্রধান স্মৃতি সুমিত্রা দেবনাথ, আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের মাননীয়া প্রধান শ্রীমতি সম্পা দাস বর্মণ, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শ্রী মলয় লোধ, সহ-সভাপতি শ্রী অন্নদ শঙ্কর গোস্বামী, আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ চিকিৎসক ডাঃ মনু দেববর্মা এবং বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী বিমলেন্দু চক্রবর্তী অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী দেবব্রত দেব সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে এনএসএস প্রোগ্রাম অফিসার শ্রী সমীর দেবনাথ সকলকে আন্তরিকভাবে স্বাগত জানান। আজকের রক্তদান উৎসবে মোট ১৮ ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে।

আগামী ৬ দিন ধরে বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কার্যক্রম এই বিশেষ শিবিরে পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *