সীমান্তবর্তী গ্রামে মধু পোকার আতঙ্ক, আহত একাধিক

রবিবার সকালে কাঠালিয়া ব্লকের সীমান্ত লাগোয়া নির্ভয়পুর গ্রামের যামিনী টিলায় মধু পোকার আক্রমণে একাধিক ব্যক্তি ও স্কুল পড়ুয়া আহত হয়েছেন। আহতদের মধ্যে পিন্টু ঘোষ ও রাজদীপ দেবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের ওপারে গভীর জঙ্গলে একটি বিশাল মধুর চাক রয়েছে। সকালে কিছু বাজপাখি ওই চাক আক্রমণ করলে শত শত মধু পোকা চারদিকে ছড়িয়ে পড়ে। আতঙ্কগ্রস্ত পোকাগুলো এলাকাবাসী, পথচারী ও বাড়ির ভেতরে থাকা মানুষদের আক্রমণ করে। পাড়া-প্রতিবেশী সবাই আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করেন। এমনকি যানবাহন চালকরাও সমস্যায় পড়েন, কারণ কাঠালিয়া বাণিজ্যিক এলাকা থেকে সীমান্তের আইবিবি সড়ক ধরে নির্ভয়পুর যেতে হয়, যা এখন বিপজ্জনক হয়ে উঠেছে।

বিগত কয়েকদিন ধরেই এলাকায় মধু পোকার উপদ্রব চলছে, তবে রবিবার সকালে আক্রমণের তীব্রতা বেড়ে যায়। স্থানীয় বাসিন্দা অধীর মজুমদার ও শঙ্কর দাস জানান, বন দপ্তর যদি দ্রুত মধুর চাক না ভাঙে, তাহলে তাদের ঘরে থাকা দায় হয়ে পড়বে। আতঙ্কে অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন।

এলাকাবাসীর দাবি, বন দপ্তর যেন আজ অথবা কালকের মধ্যেই মধুর চাক সরিয়ে ফেলে, না হলে জনজীবন আরও বিপর্যস্ত হবে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না হলে এই আতঙ্ক আরও বড় সমস্যা সৃষ্টি করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *