
ত্রিপুরার শিক্ষাক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। উদয়পুর চন্দ্রপুরে ৫০ কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত হতে চলেছে মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন বিশ্ববিদ্যালয়। রবিবার এক বিশেষ অনুষ্ঠানে এই বিশ্ববিদ্যালয়ের ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ও উপজাতি ও সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয় এই মহৎ প্রকল্পের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটির স্পনসরিং বডির চেয়ারম্যান হেমন্ত গোয়াল, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক কিশোর বর্মন, গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা রাজ্যের শিক্ষাব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে ওপেন এবং দূরশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাবে। রাজ্যের ছাত্রছাত্রীদের পাশাপাশি কর্মজীবী মানুষ ও দূরবর্তী এলাকার শিক্ষার্থীরাও এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উপকৃত হবে।
অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, “ত্রিপুরার শিক্ষাক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা চাই রাজ্যের প্রতিটি শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পাক।”
স্থানীয় বাসিন্দারাও অত্যন্ত আনন্দিত এবং আশাবাদী যে, এই বিশ্ববিদ্যালয় উদয়পুরকে শিক্ষার অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। দ্রুত নির্মাণকাজ শেষ করে শিগগিরই বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।