
মেলাঘর হাসপাতালে চরম গাফিলতির অভিযোগ উঠেছে, যেখানে শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগী সুলেখা সরকারকে অর্ধসমাপ্ত অক্সিজেন সিলিন্ডারসহ রেফার করা হয়। এই ভয়াবহ ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে।গভীর শ্বাসকষ্টে ভুগছিলেন মেলাঘর রাজঘাট এলাকার বাসিন্দা সুলেখা সরকার। তাঁকে দ্রুত মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে জিবিপি হাসপাতালে রেফার করেন। কিন্তু সমস্যা শুরু হয় রাস্তায়। মেলাঘর হাসপাতাল থেকে দেওয়া অ্যাম্বুলেন্সের অক্সিজেন সিলিন্ডারে পর্যাপ্ত অক্সিজেন ছিল না। বৈরাগীবাজার এলাকায় পৌঁছানোর পরই অক্সিজেন পুরোপুরি শেষ হয়ে যায়, ফলে রোগীর শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়।তৎক্ষণাৎ রোগীর পরিবার তাঁকে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা দ্রুত বিশালগড় হাসপাতালে পাঠান। বিশালগড় মহকুমা হাসপাতালে পৌঁছানোর পর রোগীর পরিবার ক্ষোভে ফেটে পড়ে, হাসপাতাল চত্বরে তীব্র চিৎকার শুরু হয়। এরপর সেখানে অক্সিজেন দেওয়ার পর রোগীর শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক হয়। পরে বিশালগড় হাসপাতাল কর্তৃপক্ষ নিজস্ব অ্যাম্বুলেন্সে রোগীকে আগরতলা জিবিপি হাসপাতালে পাঠায়।এই ঘটনায় মেলাঘর হাসপাতালের গাফিলতি নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছে। শ্বাসকষ্টের রোগীকে কীভাবে অর্ধসমাপ্ত অক্সিজেন সিলিন্ডার দিয়ে রেফার করা হলো, তা নিয়ে প্রশ্ন উঠছে। যদি মাঝপথেই রোগী মারা যেতেন, তবে তার দায়ভার কে নিত?এই ঘটনার পর, স্বাস্থ্য পরিষেবার সুষ্ঠু ব্যবস্থাপনা ও জরুরি পরিষেবায় আরও মনোযোগী হওয়ার দাবি তুলেছেন সাধারণ মানুষ।