“রঙে রাঙাও, বন্ধনে বাঁধো—উৎসবে মিলুক হৃদয়!”

উইমেন্স কলেজ এনএসএস ইউনিটের উদ্যোগে আজ কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে হোলি উদযাপিত হয়। এই আনন্দঘন মুহূর্তে স্বেচ্ছাসেবীরা কলেজের শিক্ষক, অশিক্ষক কর্মচারী এবং ছাত্রীদের আবীর পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। রঙের উৎসবে সবাই মেতে ওঠে আনন্দে, যা কলেজ প্রাঙ্গণকে আরও প্রাণবন্ত করে তোলে।

কলেজের অধ্যক্ষা শর্বরী নাথ এই উদ্যোগের প্রশংসা করেন এবং স্বেচ্ছাসেবীদের আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, হোলি শুধু রঙের উৎসব নয়, এটি সৌহার্দ্য ও সম্প্রীতির প্রতীক। এই দিনে পরস্পরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানানোই প্রকৃত উৎসবের সৌন্দর্য। অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকাগণও এই আয়োজনে অংশ নিয়ে শিক্ষার্থীদের উজ্জীবিত করেন।

অধ্যক্ষা শর্বরী নাথ শুভেচ্ছা জানিয়ে বলেন, “এই বিশেষ দিনে আমি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।” শিক্ষার্থীরা আনন্দমুখর পরিবেশে হোলির রঙে একে অপরকে রাঙিয়ে তোলে, যা কলেজের বন্ধনকে আরও দৃঢ় করে।

উৎসবটি কলেজের সমবেত উদ্যোগের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে সবাই আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *