“যোগ ও যুবশক্তি—গঠনে আগামীর ত্রিপুরা”

০২/০৫/২০২৫ তারিখে যোগেন্দ্রনগর, ত্রিপুরা পশ্চিমস্থ বিদ্রোহী কবি নজরুল বিদ্যালয় এনএসএস ইউনিটের বার্ষিক বিশেষ শিবিরের পঞ্চম দিনে অনুষ্ঠিত হয় দুটি গুরুত্বপূর্ণ অধিবেশন।

প্রথম অধিবেশনে “যোগাসনের প্রভাব: শরীর ও মনের উপর” শীর্ষক আলোচনা পরিচালনা করে যোগাসন অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা। এই সেশনে শরীরচর্চা, মানসিক প্রশান্তি এবং সচেতন জীবনের জন্য যোগাসনের গুরুত্ব তুলে ধরা হয়।

দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয় “মাই ভারত আউটরিচ ও রেজিস্ট্রেশন প্রোগ্রাম”, যেটি পরিচালনা করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী সুব্রত সাহা। এই কর্মসূচিতে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ এবং জাতীয় বিকাশে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

উভয় সেশনে এনএসএস প্রোগ্রাম অফিসার মণিদীপা বিশ্বাস রিসোর্স পার্সনদের উষ্ণ স্বাগত জানান এবং ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ও সচেতনতা বৃদ্ধির জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই বিশেষ দিনের আয়োজন শিক্ষার্থীদের ব্যক্তিগত ও সামাজিক বিকাশে এক নতুন দিগন্ত উন্মোচন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *