২০২৫ সালের ৩রা মে, বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবনের এনএসএস ইউনিটের বার্ষিক বিশেষ শিবিরের ষষ্ঠ দিনের দ্বিতীয় অধিবেশনে “হেপাটাইটিস ও মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি” অনুষ্ঠিত হয়। এই গুরুত্বপূর্ণ অধিবেশনটি ত্রিপুরা হেপাটাইটিস ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. দেবী চক্রবর্তী, সহ-সভাপতি এবং শ্রীমতি সৌরী রায়, সহকারী অর্থসচিব, হেপাটাইটিস ফাউন্ডেশন। তাঁরা হেপাটাইটিস রোগের প্রতিরোধ, চিকিৎসা এবং মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তৃত আলোচনা করেন। ছাত্রছাত্রীদের সহজ ভাষায় বিষয়টি উপস্থাপন করে সচেতনতার বার্তা পৌঁছে দেন।
এই বিশেষ অধিবেশনটি সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতি দেব। তিনি তাঁর বক্তব্যে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা এবং এনএসএস-এর এই ধরনের কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন।
শিক্ষকবৃন্দ ও এনএসএস স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে এই সেশনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলের পক্ষ থেকে অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানান এনএসএস প্রোগ্রাম অফিসার শ্রীমতি মনিদীপা বিশ্বাস।
এই অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদকবিরোধী মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সচেতনতা গড়ে তোলার এই উদ্যোগ আগামী দিনে সমাজের জন্য এক সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে।