আজ আগরতলার উইমেন্স কলেজের এনএসএস ইউনিটের পক্ষ থেকে এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল — চারপাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখা ও আবর্জনা যথাস্থানে, অর্থাৎ ডাস্টবিনে ফেলার জন্য সাধারণ মানুষকে সচেতন করা।
এই মহতী কর্মসূচির নেতৃত্ব দেন কলেজের এনএসএস প্রোগ্রাম অফিসার শ্রীমতী রমা ভট্টাচার্য। তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে রাস্তায় নেমে পথচারী, মোটরকর্মী, হকার ও অন্যান্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী মৃণাল চক্রবর্তী, প্রাক্তন এনএসএস প্রোগ্রাম অফিসার এবং শ্রী সুকান্ত সরকার, একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমাজসেবী। তাঁরা উভয়েই বক্তব্যের মাধ্যমে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজে সচেতনতা বৃদ্ধির জন্য এনএসএস স্বেচ্ছাসেবকদের কার্যক্রমের প্রশংসা করেন।
স্বেচ্ছাসেবকরা হাতে প্ল্যাকার্ড ও লিফলেট নিয়ে মানুষের মধ্যে বার্তা ছড়িয়ে দেন—
“আবর্জনা নয় রাস্তায়, রাখুন ডাস্টবিনেই ঠিকঠাক!”
তাঁদের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে।
এই কর্মসূচির মাধ্যমে এনএসএস ইউনিট প্রমাণ করল যে ছোট ছোট প্রচেষ্টা দিয়েও সমাজে বড় পরিবর্তন আনা সম্ভব। পরিচ্ছন্ন ও সবুজ আগরতলার স্বপ্নকে বাস্তবায়িত করতে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।