“একজন ছাত্র = একটি গাছ, এক পের মা কে নাম – প্রকৃতির প্রতি ভালোবাসা”

আজ ১৪ই জুলাই, ২০২৫, উইমেন্স কলেজের এন এস এস ইউনিটের উদ্যোগে আয়োজিত হল এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি — “এক পের মা কে নাম 2.0” ও “একজন ছাত্র = একটি গাছ” শীর্ষক পরিবেশবান্ধব প্রয়াস। এই অভিনব উদ্যোগের লক্ষ্য, প্রতিটি ছাত্রছাত্রী যেন নিজের মায়ের নামে একটি করে গাছ রোপণ করে, প্রকৃতিকে রক্ষা করার মাধ্যমে মা ও পৃথিবী — দুই মমতার উৎসকেই শ্রদ্ধা জানানো।এই উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় এক অনুপ্রেরণামূলক বৃক্ষরোপণ অনুষ্ঠান। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষা অধ্যাপিকা শর্বরী নাথ নিজে গাছ রোপণ করে এই অভিযানের সূচনা করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “গাছ শুধু প্রকৃতির শোভা নয়, এটি আমাদের বেঁচে থাকার অবিচ্ছেদ্য অংশ। পরিবেশ বিপর্যয়ের এই সময়ে গাছই পারে পৃথিবীকে রক্ষা করতে।”এই অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন কলেজের এন এস এস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য, যিনি বলেন, “শুধু গাছ লাগানো নয়, ছাত্রছাত্রীদের মধ্যে গাছের প্রতি দায়বদ্ধতা ও মমত্ববোধ গড়ে তোলাই আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য।”ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। সবুজের ছোঁয়ায় কলেজের পরিবেশ যেন হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও সচেতনতার প্রতিচ্ছবি।এই কর্মসূচি যেন আগামী প্রজন্মকে প্রকৃতির সুরক্ষা ও ভালোবাসার বার্তা পৌঁছে দেয় — এই প্রত্যাশাই সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *