তেলিয়ামুড়া থানার অন্তর্গত মাইগঙ্গায় রেলে কাটা পড়ে মৃত্যু হল ৭৫ বছরের মনমোহন সরকারের। আজ সকাল আটটা নাগাদ আগরতলা-করিমগঞ্জ ডেমো ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তবে ঘটনার পর প্রায় আড়াই ঘণ্টা পর রেল পুলিশ পৌঁছয়, যা ঘিরে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী ও রেলযাত্রীরা। দেরির কারণে মৃতদেহ দীর্ঘক্ষণ লাইনে পড়ে থাকে, ফলে আগরতলা গামী ট্রেনও আটকে পড়ে। প্রাথমিকভাবে অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা বলে অনুমান। মৃতদেহ ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখযোগ্য, অতীতেও একই এলাকায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে।