লেক চৌমুহনী বাজারে আবারও অভিযান চালাল আগরতলা পৌর নিগম। কাঁটাখালের বাঁধের পাড়ে গড়ে ওঠা অস্থায়ী দোকানগুলি এদিন ভেঙে দেয় পৌর নিগমের কর্মীরা। আগেই জানানো হয়েছিল, এই এলাকায় শেড বানিয়ে ব্যবসা করা নিষিদ্ধ। তবুও বহু ব্যবসায়ী বাঁশ ও টিন দিয়ে ঘর তুলে বেচাকেনা চালিয়ে যাচ্ছিলেন। অভিযানে দোকান সরিয়ে ফেলা হয়। দোকানদারদের দাবি, সরকার যেন তাদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করে, যাতে তারা ক্ষতিগ্রস্ত না হন। পৌর নিগম জানিয়েছে, জনসাধারণের চলাচলে যাতে বাধা না পড়ে, তাই এই অভিযান।