“পরিবেশ বাঁচলে, উৎসব হাসবে — বহ্নিজ্যোতির শপথ পরিচ্ছন্ন আগামী।”

অভয়নগরের স্বনামধন্য সামাজিক সংগঠন বহ্নিজ্যোতি দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন ক্লাবে ধারাবাহিকভাবে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আর্থিক সহায়তায় অনুষ্ঠিত এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল পরিবেশবান্ধব উৎসব পালনের বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া।কর্মসূচিতে প্রতিমা বিসর্জনের বৈজ্ঞানিক পদ্ধতির গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়। প্লাস্টার অব প্যারিস বা রাসায়নিক রঙ ব্যবহার না করে মাটির প্রতিমা গড়ার আহ্বান জানানো হয়, যাতে নদী ও পুকুরের জল দূষিত না হয়। পাশাপাশি আতশবাজি পোড়ানোর ক্ষতিকর দিক নিয়েও আলোচনা হয়। ধোঁয়া ও বিষাক্ত গ্যাস শুধু পরিবেশের ক্ষতিই করে না, বরং শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে—এমন তথ্য প্রচারিত হয়। শব্দ দূষণ নিয়ন্ত্রণে নির্দিষ্ট সময়ে এবং সীমিত শব্দমাত্রার মধ্যে উৎসব পালনের অনুরোধ জানানো হয়।বহ্নিজ্যোতির স্বেচ্ছাসেবীরা পোস্টার প্রদর্শনী এবং সরাসরি আলাপচারিতার মাধ্যমে ক্লাবপ্রাঙ্গণে উপস্থিত পূজারীদের সঙ্গে পরিবেশ সুরক্ষার বিষয় নিয়ে আলোচনা করেন। স্থানীয় মানুষও সক্রিয়ভাবে অংশ নেন এবং পরিবেশবান্ধব উৎসব পালনের অঙ্গীকার করেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ‘‘আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশ পাক। তাই পূজা শুধু আনন্দের উৎসব নয়, দায়িত্বশীলতারও উৎসব।’’ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই কর্মসূচির প্রশংসা করে জানায় যে, এ ধরনের সচেতনতা ছাড়া পরিবেশ রক্ষা সম্ভব নয়। বহ্নিজ্যোতির এই উদ্যোগ দুর্গোৎসবের আনন্দকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *