
কমলপুরের প্রান্তিক কৃষক পিন্টু শর্মা উদ্যানচাষে অসাধারণ সাফল্য অর্জন করে একের পর এক জাতীয় পুরস্কার পাচ্ছেন। ২০২৪ সালের জানুয়ারিতে প্রথমবার পুরস্কার পাওয়ার পর, একই বছরের ডিসেম্বর মাসে ‘ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম’-এ দেশের সেরা পুরস্কার লাভ করেন।
এবার ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি তিনি ন্যাশনাল হর্টিকালচার অ্যাওয়ার্ড-এ প্রথম স্থান অর্জন করেছেন। বেঙ্গালুরুর আইসিএআর-এর হিসারঘাটা ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে ট্রফি, সার্টিফিকেট, উত্তরীয় ও ঐতিহ্যবাহী টুপি তুলে দেন প্রাক্তন কৃষি প্রতিমন্ত্রী ও বর্তমান সাংসদ সুভাকরণ রাজে।
দেশের মধ্যে সেরা কৃষক
দেশের মাত্র পাঁচজন কৃষককে এই পুরস্কার প্রদান করা হয়, যেখানে পিন্টু শর্মা প্রথম স্থান অধিকার করেন। তার সাফল্য রাজ্যের কৃষিক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
উদ্যানচাষে উদ্ভাবনী উদ্যোগ
পিন্টু শর্মা উদ্যানবিভাগের বিশেষ জাত যেমন অর্ক রক্ষক (টমেটো), অর্ক অভেদ (টমেটো), অর্কগগন (কাঁচালঙ্কা), অর্কসীমা (তরমুজ) ও অর্কমঙ্গলা (লতাসিম) সফলভাবে চাষ করছেন। তার চাষের প্রযুক্তিগত দিকগুলো উদ্ভাবনী ও আধুনিক।
ভবিষ্যৎ পরিকল্পনা
আগামী ৩ মার্চ তিনি কুরিজনের একটি দলকে দিল্লির ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে প্রশিক্ষণের জন্য নিয়ে যাবেন। রাজ্য কৃষিদপ্তরের উদ্যোগে এই দলকে পাঠানো হচ্ছে। যাত্রার সময় রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উপস্থিত থাকবেন।
পিন্টু শর্মা তার সাফল্যের জন্য সালেমা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তাকে কৃতজ্ঞতাপূর্ণভাবে স্বীকার করেছেন। তার সাফল্য রাজ্যের কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে।