কৈলাসহরের হিন্দুস্থান পেট্রল পাম্পে Ambulance এ পেট্রল দিতে গড়িমসি করায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এক গুরুতর আহত রোগীকে আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রায় ৪০ মিনিট ধরে পেট্রল না দিয়ে পাম্পকর্মী যে অমানবিক আচরণ করেছেন, তা ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।ঘটনার সূত্রপাত শুক্রবার গভীর রাতে কুমারঘাটে এক বাইক দুর্ঘটনা থেকে। আহত হন চিত্তরঞ্জন ক্লাবের সদস্য কার্তিক দাস। তাঁকে প্রথমে কুমারঘাট মহকুমা হাসপাতাল ও পরে ঊনকোটি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবস্থার অবনতি হলে রাত ১১টা পর চিকিৎসকরা তাঁকে জিবি হাসপাতালে রেফার করেন।রাত ১২টা নাগাদ কৈলাসহরের হিন্দুস্থান পেট্রল পাম্পে Ambulance নিয়ে পৌঁছান ক্লাব সদস্যরা। রেফার কাগজ দেখিয়েও পাম্পকর্মী পুলিশের অনুমতি ছাড়া পেট্রল দিতে অস্বীকার করেন। প্রায় ৪০ মিনিট অপেক্ষা ও বহু অনুরোধের পর সাংবাদিকদের হস্তক্ষেপে অবশেষে পেট্রল মেলে।ততক্ষণে রোগীর রক্তক্ষরণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও সংকটজনক হয়ে ওঠে। ক্লাব সদস্যদের ক্ষোভ, “সংকটজনক রোগীর জীবন নিয়ে এমন গাফিলতি অবিশ্বাস্য। মানবিকতা কি একেবারেই হারিয়ে গেছে?”জানা গেছে, এর আগেও এই পাম্পে অ্যাম্বুলেন্সে পেট্রল দিতে অনীহার ঘটনা ঘটেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও পদক্ষেপের দাবি উঠেছে।