১৮ই জুন অভয়নগর এলাকা থেকে চুরি হওয়া রিপন চাকমার বাইক অবশেষে উদ্ধার করল এনসিসি থানার পুলিশ। বাইকটি কোনাবন এলাকা থেকে উদ্ধার করা হয় এবং যথাযথ যাচাই-বাছাইয়ের পর প্রকৃত মালিক রিপন চাকমার হাতে তুলে দেন থানার অফিসার ইনচার্জ প্রজিত মালাকার। এই ঘটনা এলাকাবাসীর মধ্যে পুলিশের প্রতি আস্থা বাড়িয়েছে। থানার ওসি জানান, আরও চুরি হওয়া যানবাহন উদ্ধারে অভিযান চলবে। পুলিশের তৎপরতায় খুশি স্থানীয়রা।