ত্রিপুরার Kamalpurএ নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল পুলিশ। সোমবার ভোরে দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টে গাড়ি তল্লাশির সময় ৩১০ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয় এক নেশা পাচারকারীকে। ধৃতের নাম রবি কুমার, তার বাড়ি বিহার রাজ্যে।গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাত থেকেই অভিযানে নামে কমলপুর থানার পুলিশ। সোমবার ভোররাত প্রায় চারটা নাগাদ WB 11C-6078 নম্বরের একটি ট্রাক আটক করা হয়। গাড়ি তল্লাশি চালিয়ে ৩১টি প্যাকেটে থাকা ৩১০ কেজি গাঁজা উদ্ধার হয়, যার বাজার মূল্য আনুমানিক ৪৬ লক্ষ টাকা।ঘটনা সম্পর্কে সাংবাদিকদের জানান Kamalpur মহকুমা পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মা। তিনি বলেন, ধৃত রবি কুমারকে জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।পুলিশ ইতিমধ্যেই NDPS আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। গাঁজা কোথা থেকে আনা হচ্ছিল, কোথায় পাচার করা হচ্ছিল এবং এই চক্রে আর কারা জড়িত, তাও খতিয়ে দেখছে পুলিশ।রাজ্যে লাগাতার নেশা বিরোধী অভিযানে একের পর এক সাফল্য পাচ্ছে পুলিশ প্রশাসন। পুলিশের এই তৎপরতা সাধারণ মানুষের মধ্যে স্বস্তির হাওয়া বইয়ে দিচ্ছে।
Kamalpurএ ৪৬ লক্ষ টাকার গাঁজা সহ বিহারের পাচারকারী গ্রেফতার
