আজ, ০৪ মে ২০২৫ তারিখে, বিড্রোহী কবি নজরুল বিদ্যালয়, জোগেন্দ্রনগর, পশ্চিম ত্রিপুরা-র NSS ইউনিটের বার্ষিক বিশেষ শিবিরের সমাপ্তি অনুষ্ঠান এক উজ্জ্বল ও গৌরবময় আবহে অনুষ্ঠিত হয়। সাতদিনব্যাপী এই সমাজসেবামূলক শিবিরে অংশগ্রহণকারী NSS স্বেচ্ছাসেবকরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতির ভিত্তিতে ৭ দিনের ফিডব্যাক উপস্থাপন করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতি শর্মিষ্ঠা দেব, সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। শিবির শেষে NSS পতাকা অবনমনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের সমাপ্তি ঘোষণা করা হয়।স্বেচ্ছাসেবকদের হাতে সার্টিফিকেট তুলে দিয়ে তাদের নিষ্ঠা ও পরিশ্রমের স্বীকৃতি দেওয়া হয়। NSS প্রোগ্রাম অফিসার শ্রীমতি মনিদীপা বিশ্বাস এই সফল ও সার্থক কার্যক্রমে সকলে যেভাবে সহযোগিতা করেছেন, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।এই শিবির শুধু সমাজসেবার অনুশীলন নয়, বরং একটি বন্ধন গড়ে তুলেছে ছাত্র-শিক্ষক ও সমাজের মধ্যে। NSS-এর মূল মন্ত্র “Not Me But You” কে যথার্থভাবেই প্রতিফলিত করেছে এই অনুষ্ঠান।
NSS বার্ষিক বিশেষ শিবিরের সমাপ্তি অনুষ্ঠান, ২০২৫
