
দোলের রঙে রঙিন বাজার, বাড়ছে আবিরের চাহিদা!
দোল পূর্ণিমার উৎসব ঘনিয়ে আসতেই বাজারে লেগেছে রঙের ছোঁয়া। রং, আবির, পিচকারি ও অন্যান্য দোলের সরঞ্জামে দোকানগুলো ভরে উঠেছে। বিক্রেতারা জানিয়েছেন, এবার ক্রেতাদের মধ্যে উচ্ছ্বাস বেশি, ফলে আবির ও কালারিং রঙের চাহিদাও বেড়েছে।শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, লাল, সবুজ, নীল, হলুদ, বেগুনি সহ নানা রঙের আবির সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। সঙ্গে রয়েছে জৈবিক ও হালকা…