Melaghar:বিচার কি অধরাই?
Melaghar থানায় খুনের মামলা নিতে পুলিশের অস্বীকার! সিপাহিজলা এসপি’র দ্বারে পৌঁছাল গৃহবধূর শোকাহত পরিবার। ঘটনাটি চড়িলাম ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের। জান্নাতুল ফেরদৌস (২৫) নামের ওই গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।২০২২ সালে সামাজিক রীতিনীতি মেনে জান্নাতুলের বিয়ে হয় বড়ঢেপা তেলকাজলা এলাকার যুবক জাকির হোসেনের সঙ্গে। প্রথম কিছুদিন ভালো সম্পর্ক থাকলেও, শীঘ্রই শ্বশুরবাড়ির চাপ…