বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে আজ সকালে আগরতলা শহরে একটি বর্ণাঢ্য পরিবেশ সচেতনতা র্যালির আয়োজন করা হয়। এবারের র্যালির মূল প্রতিপাদ্য ছিল “Ending Plastic Pollution Globally”।র্যালির নেতৃত্ব দেন রাজ্যের বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা এবং ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব ডঃ বিষু কর্মকার। উপস্থিত ছিলেন পর্ষদের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও।র্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন প্রাণবন্ত অংশগ্রহণ করে। ত্রিপুরা উইমেন্স কলেজের এনএসএস ইউনিট ব্যানার, প্ল্যাকার্ড ও পরিবেশবান্ধব পোস্টার নিয়ে অংশ নেয়। পাশাপাশি এম.টি.বি. গার্লস’ হাইয়ার সেকেন্ডারি স্কুলের এনএসএস ইউনিটও রঙিন প্ল্যাকার্ড ও সচেতনতামূলক বার্তাসহ র্যালিতে উপস্থিত ছিল। রামঠাকুর কলেজের এনএসএস ইউনিটও পরিবেশ সংরক্ষণে বার্তা ছড়াতে বিভিন্ন শ্লোগান ও পোস্টার নিয়ে র্যালিকে আরো প্রাণবন্ত করে তোলে।শুধু শিক্ষাপ্রতিষ্ঠানই নয়, সমাজসেবামূলক সংস্থাগুলিও এই উদ্যোগে অংশগ্রহণ করে। BANHIJYOTI(A Multifunctional Social Organisation) নামক একটি সক্রিয় এনজিওও এই র্যালিতে অংশগ্রহণ করে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে গণসচেতনতা তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরিবেশ রক্ষায় জনসাধারণকে উদ্বুদ্ধ করার বার্তা পৌঁছে দেয়। নানা রঙে সজ্জিত ব্যানার, প্ল্যাকার্ড ও শিক্ষার্থীদের কণ্ঠে ধ্বনিত স্লোগানে মুখরিত হয় গোটা আগরতলা শহর।এই র্যালি নতুন প্রজন্মকে পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তোলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে রইল।
Plastic নয়, সচেতনতা হোক বিশ্ব পরিবেশ দিবসে অঙ্গীকার
