“Pure Drinking Water Crisis in Praja Bahadur Molsompara”

বিশুদ্ধ পানীয় জল সংকটে প্রজা বাহাদুর মলসমপাড়া

বিশুদ্ধ পানীয় জল মানবাধিকারের অন্যতম মৌলিক অংশ। ভারতীয় সংবিধান নাগরিকদের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বস্ত্র, বাসস্থান ও সুপেয় পানীয় জলের অধিকার নিশ্চিত করেছে। তবে আজও ত্রিপুরার বহু প্রত্যন্ত অঞ্চলের মানুষ এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এমনই এক সংকটময় পরিস্থিতির সাক্ষী তেলিয়ামুড়া শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের পাহাড়ি গ্রাম প্রজা বাহাদুর মলসমপাড়া।

এই গ্রামে বসবাসকারী প্রায় আশি পরিবারের উপজাতি জনগোষ্ঠী মূলত জুম চাষ এবং বনের লতা-পাতা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু আধুনিকতার স্পর্শ থেকে দূরে থাকা এই গ্রামটি বছরের পর বছর বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছে। বহুবার দাবি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।

বিগত বছরে কেন্দ্র সরকারের ‘হর ঘর জল – জল জীবন মিশন’ প্রকল্পের আওতায় এই গ্রামে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের লক্ষ্যে এক কোটি ১৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। ২০২৩-২৪ অর্থবছরে নির্মিত হয় একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। কিন্তু দুঃখজনকভাবে নিম্নমানের নির্মাণের ফলে মাত্র কয়েকদিনের মধ্যেই এটি অকার্যকর হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, প্লান্টের জল ব্যবহার অনুপযুক্ত ও অস্বাস্থ্যকর, ফলে তারা বাধ্য হয়ে আবারো নোনা ছড়ার অপরিশ্রুত জল পান করছেন।

এমতাবস্থায়, গ্রামবাসীরা তাদের মৌলিক অধিকারের দাবিতে সচেতন হয়ে উঠেছেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে তারা আন্দোলনে নেমেছেন, যাতে প্রকৃত অর্থে বিশুদ্ধ পানীয় জল তাদের দোরগোড়ায় পৌঁছায়।

একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে মাত্র ২৫ কিমি দূরত্বের এক গ্রামে যদি মানুষ পরিশ্রুত পানীয় জলের জন্য লড়াই চালিয়ে যেতে বাধ্য হয়, তবে তা আমাদের সমাজের উন্নয়ন ও প্রশাসনিক কার্যকারিতার উপর বড় প্রশ্নচিহ্ন রেখে যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *