Slogan-e উন্নয়ন, ground-e শুন্য

ঋষ্যমুখ ব্লকের কৈলাশনগর এডিসি ভিলেজের ছনখলা বাড়িতে দীর্ঘ ৭ বছর ধরে পানীয় জল ও রাস্তার জন্য হাহাকার! প্রায় ২৭ পরিবারের উপজাতি জনগণ আজও ছড়া-নালা-পাতকুয়ার জলেই নির্ভরশীল। বর্ষায় সেই জলও হয়ে পড়ে ঘোলাটে, রোগে আক্রান্ত হচ্ছেন বহুজন। এমডিসি দেবজিৎ ত্রিপুরার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী। বলছেন, ভোটের আগে মিথ্যা প্রতিশ্রুতি, পরে যোগাযোগ ছিন্ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *