অবসরের পরে অবিচার—Pension রুখে দিলেই মিলবে শাস্তি
ত্রিপুরা হাইকোর্টের সাম্প্রতিক এক রায়ে মানবাধিকার এবং মৌলিক অধিকার রক্ষার স্পষ্ট বার্তা মিলেছে। আগরতলার কুঞ্জবন এলাকার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখা ব্যবস্থাপককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে অবসরপ্রাপ্ত এক সিআরপিএফ জওয়ানের pension অবৈধভাবে বন্ধ রাখার কারণে। ২০১২ সালে অবসর নেওয়া মহেশ লাল যাদবের pension ২০২২ সাল থেকে কোনো লিখিত নির্দেশ বা বৈধ কারণ ছাড়াই…
